দুর্নীতির খোঁপায় কে না
গোঁজে প্রেমের ফুল,
সবাই ধোয়া তুলসী পাতা
কে ধরে কার ভুল।
দেখেনা কেউ নিজের ভুল,
পরের ছিদ্র খোঁজে,
অন্যের দিকে আঙুল তুলে,
নিজেরটা চোখ বুঁজে।
হাজার ছিদ্র হয় চালুনির,
সে বেলায় নেই দোষ,
সুচের দিকে আঙুল তুলে
মেজাজে কাটায় খোশ।
চলছে এমন যাত্রাপালা
রাজনীতির দলে,
দেশের কথা ভাবে না কেউ,
গদিটা ছলে বলে ।
উলঙ্গ রাজার উলঙ্গ রূপ
নিজে পায় না দেখতে,
চাটুকারেরা বাহবা দেয়,
পারে না ভয়ে বলতে!