সমাজ বুকে ছেয়ে আছে
দুর্নীতিবাজ আজকে ভাই,
সিন্ডিকেটের লিস্টটা দেখতে
আমজনতা উন্মুখ তাই।
অমানবিক মানুষ যারা
বিবেকটাকে গুলে খায়,
ধর্ষক,নাশক ভয়াল রূপে
সমাজটাকে কুরে যায়।
রক্ষক যেথা ভক্ষক সাজে
ভোটের ফায়দায় পোষ্য রয়,
পাল্লা দিয়ে ঘুষের ব্যবসা
আনছে ডেকে দেশের ক্ষয়।
কিছু মানুষ আপন স্বার্থে
ঘুষটা দিয়ে চাকরি লয়,
আঁধার পথে নামছে কেবল
করছে নাতো পাপের ভয়।
দলাদলি রেষারেষি
হানাহানি লুটের খেল,
আখের গুছায় দুর্নীতিবাজ
তেলা মাথায় মেখে তেল।
আমজনতা ফুঁসছে রোষে
নরাধমদের শাস্তি চাই,
বুঝবে ঠ্যালা বিচারকালে
অনুতাপে হবেই ছাই।