দুগ্গা সাজে ছোট্ট পরি
অসুর, পাড়ার মাধে,
সিংহ সাজলো দাদা বান্টি
বসলো দুগ্গা কাঁধে।
দাদুর হাতের লাঠি নিয়ে
মাধের বুকে কষে,
মারছে যেন দুগ্গা অসুর
চোখ পাকিয়ে রোষে।
কার্তিক গণেশ সাজে ওপাড়ার
তুতুন আর জিতু,
ময়ূর ইঁদুর বাহন তাদের
সাজলো হরি মিতু।
লক্ষ্মী সরস্বতী ছাড়াই
দুগ্গা দুগ্গা খেলা,
কত আনন্দেই কাটতো মোদের
খেলার ছোট্ট বেলা।