দুখী যারা কাঁদে তারা থাকে ভুখা পেটে,
কাজ করে দিন ভরে চলে শুধু খেটে।
সুখী জনে দেখে ক্ষণে মনে নেই মায়া,
দুখী চোখে জল রোখে ক্ষীণ হয় কায়া।
পান্তা ভাতে লঙ্কা সাথে দিন কাটে যত,
বারো মাস হাঁসফাঁস বাড়ে ঋণ তত ।
কাদা গায় খেটে যায় মাঠে রোদে পুড়ে ,
তবু হায় দুখী তায় থাকে দুখে জুড়ে।
বান আসে সব নাশে দুখ সীমা ছাড়া,
নাই অন্ন খিদে বন্য বহে দুখে ধারা।
ঝড় হলে ভয়ে ঢলে কেঁপে উঠে বুক,
শিশু নারী বুড়ো বুড়ি শুষ্ক দুখী মুখ।
বর্ষা কালে দুখী ভালে কত কষ্ট হানে,
ফুটো চালে বারি ঢালে ভীতি মনে আনে।
শীত আসে কেঁপে ত্রাসে খড় কুটো রাখে,
সবে সাথে ধরে হাতে জ্বেলে তাপ মাখে ।
দুখী জনে সুখ ভনে করে রাতি পার,
দুখ মাখে মন রাখে প্রভু পদে তার।
ওগো প্রভু তুমি তবু থেকো সদা সাথে,
দুখ ফলে সুখ ফলে রেখো তব হাতে।