ভেবেছিলাম !হাজার প্রজাপতি আঁকবো স্বপ্নকোলে l
কতো রাত জেগে কল্পনায় বুনেছি নানান নকশা,
নির্জন দলছুট গহীনের পানে l
কিন্তু,রোজ তোমার শব্দ ভাঁজে পুড়েছে আমার স্বপ্ন,
অভিশপ্ত চোখে,তামাশার ছলে
নিরঙ্কুশ বলে যাওয়া,
আমার স্বপ্নকে ম্লান দিগন্তের পানে
ছুঁড়ে দিয়েছো এক নিমেষে,
অনাদরে মুখ থুবড়ে নিথর আমি !
অসহ্য দহন জ্বালায় জ্বলেছি আমি,
আমার বিনিদ্র আঁখির কৌণিকতল ছুঁয়ে থাকা
গভীর বিষাদ l
মনে মনে বলতাম !
জল্লাদের করুনা হয়.. তোমার হয় না?
আমার কাতরস্বর তোমার কর্ণকুহর
ভেদ করতে নারাজ l
ঝরে যাওয়া বসন্তে, মরিচা পড়েছে অবশেষে l
দুঃস্বপ্নের বৃত্তের বাইরে পা রেখেছিলাম,
তৃষ্ণার্ত প্রেমিকের মতো,
আনন্দাশ্রু দু’গাল বেয়ে নেমেছিল,
স্নিগ্ধ হাওয়া পুলক জাগিয়েছিল সত্তা জুড়ে,
কিন্তু,হারালাম অমীমাংসিত দুঃস্বপ্নের বেড়াজালে l
আজও খুঁজি তোমায় !
গ্রহণ কালে অন্ধ চাঁদের মুখে,
আমি আবদ্ধরত দুঃস্বপ্নের বেড়াজালে l