স্বর্গলোকেই আছে নাকি মনোময় জগত শ্রীধাম
দুঃখ সুখ নিত্যকর্মে জগতের আবর্তিত কাম,
জনারণ্যে মিশে যায় জনতার ব্যথিত রোদন
দুঃখ সুখে ভেসে যায় জীবনের কর্মব্যস্ত মন।
দুঃখ শোক আপনারই বোঝা সব সময়ে ভারী
কা কে তা জানাতে পারি, কে আছে শোনার।
জীবনের কাছে জানি সবই একাকার মানি
আনন্দ বিষাদে দিন যায় যে সবার।
যে কথা শুনেছি কানে, সে কথা সকলে জানে
গতিহীন এ জীবনে তোমাকেই চাই।
হে প্রভু তোমার বাণী, সদা করে কানাকানি,
দুঃখ ছাড়া কি বা জানি, সুধা ভাণ্ড চাই।
জীবনে না দুঃখ পেলে, তোমাকে ভোলে সকলে
সুখ চাই চাই বলে করি হাহাকার,
সুখ দুঃখ পাশাপাশি জগতে রয়েছে ভাসি
শুধু সুখ পারাবার কোথা পাবো আর।
ডাকি হে জীবন নাথ, দুঃখ সুখে দাও প্রভাত
শুধু সুখ চাই বলে ভ্রমিব না আর,
তুমি প্রভু ধরো হাত, তুমি ছাড়া সব অনাথ
দুটি হাত ধরে সখা করো পারাপার।।