সলাজে সভয়ে দেখেছিনু যাকে শ্রাবণ বেলায়
তারি তরে আমি হাসি আর কাঁদি
রুদ্রের মত তারি তারই তালে তালে নাচি
সেদিন ভাবিনি দুজনে আমরা মিলে যাব ভবের সভায়।
আমার হৃদয় তারই তরে কাঁদে, অঙ্গ তাহারে চায়,
রোশেতে অগ্নি ছড়াই যাহারে
প্রেমের মধুতে ভরাই তাহারে
যখন তাহারে কাছেতে না পাই মন তাহারে পায় ।
সেও বুঝি আমারই মত,প্রিয়াহীন গৃহে থাকিতে না চায়।
পাছে মনে পড়ে প্রিয়ারে তাহার, প্রিয়ারই আঁকা গেহে ।
অনুরাগ আর অনুতাপ ভরা বুকে না পাওয়ার ব্যাথা বয়ে
স্বরাগে ,বিরাগে প্রেমের পরশে আমারে পাইতে চায়।
শুভদৃষ্টির শুভময় ক্ষনে বেঁধেছিল প্রাণ প্রেমের বিভায়
সবে বলে- প্রেমের পাগল। আমি বলি-প্রেম কি জানিনা!তারে ছাড়া আমি হই অপূর্ণ, বিধির বিধান কি আছে
জানি না
শুধুই প্রনতি একই শ্রোতে যেতে চাই স্বর্গ সভায়।