গোধূলির দীর্ঘ ধুলো নিয়ে গেছে প্রবাসের ঢালে
দেখা হলে সময়ের কোনও অবসরে
বলে যাবো বারবার –এই তো সকালে ।
প্রীতির সংজ্ঞা শুষে হয়রান ব্যাকারণ হোক হতশ্বাস
জ্যামিতি কাটাক কাল জরিপ জঙ্গলে
মুহূর্তের দৃষ্টি বেগ ছিঁড়ে দেবে
এক কোটি গ্রহণের ফাঁস ।
সঙ্গত সরে যাই পরস্পর , পৃথিবীর অপান্থ টানে
স্মৃতির সোহাগ আসে পিছু পিছু মহান সোপানে
ঘিরে রাখে আমাদের অতীতের বৃষ্টির গানে ।
যতই দূরত্ব সেনা কড় কড় কাটুক প্রচ্ছদ
পাতার অক্ষর সুখ রেঁধে বেড়ে সমবায় সুধা
মনে রেখে মনে পড়া , সাক্ষাতে পদাবলী পদ ।
সংসারী ব্যস্ততা , অজুহাত ইত্যাদি থাক কলরব
পাশাপাশি মিলবার টান টান আশা
আর টন টন আকাঙ্ক্ষাই ধরে রাখা , সব ।