খোঁপা খুলে রেখেছি
ড্রয়ারে চাপ চাপ কান্না জমছে
তুমি চাঁদ এখন
অট্টহাসি তে ভেঙে পড়ে
বিবর্ণ নরম অট্টালিকা
অন্যখানে জোনাকির সুরে
পূর্ণিমা গর্ভবতী হলেও
এখানে আয়নার চোখে
কাজলের সর্বনাশ লেখা থাকে
মায়ার সমাপ্তি টানলে
ছায়া অদৃশ্য হয়
দীর্ঘশ্বাসের তাজমহল
খোঁপা খুলে রেখেছি
ড্রয়ারে চাপ চাপ কান্না জমছে
তুমি চাঁদ এখন
অট্টহাসি তে ভেঙে পড়ে
বিবর্ণ নরম অট্টালিকা
অন্যখানে জোনাকির সুরে
পূর্ণিমা গর্ভবতী হলেও
এখানে আয়নার চোখে
কাজলের সর্বনাশ লেখা থাকে
মায়ার সমাপ্তি টানলে
ছায়া অদৃশ্য হয়
দীর্ঘশ্বাসের তাজমহল