কাব্য রচি নব ছন্দে নব বর্ষে
কলম থেকে ফল্গুধারা,
উপচে আসে
পাগল পারা।
পদ্যে ভাবা গদ্য কথা নতুন রূপে
খাতার পাতা পূর্ণ হবে,
সরল ভাবে
দীপ্ত রবে।
কবির কথা ব্যক্ত হবে পাতায় ভরে
মুগ্ধ মনে পড়বে সবে,
শুনবে লেখা
পাঠক তবে।
আদর পাবে লেখার তরে নামী লেখক
গুণীর দরে মান যে পাবে,
কবির লেখা
বিদেশ যাবে।
দোকান ভরা কবিতা বই দেখতে পাবে
পাঠক পড়ে খুশির জোরে,
মনের মত
মেলায় ঘোরে।
মলাট দেখে শিশুর দলে নিতে চাইবে
রঙিন ছবি আঁকার মাঝে,
রাখবে কাছে
পড়বে সাঁঝে।