দিয়েছো দুঃসহ দাগা ,
দুখের দহনে
দহি দিবানিশি
দিল্ দিশেহারা
দৈব-দম্ভোলিতে দিল্ দগ্ধ ,
দেহ দেউলের দীপিকা
দুরাশায় দোলায়িত
দুচোখ দরদর ।
[ শব্দার্থঃ- দিল্-অন্তর, দম্ভোলি-বজ্র ]
দিয়েছো দুঃসহ দাগা ,
দুখের দহনে
দহি দিবানিশি
দিল্ দিশেহারা
দৈব-দম্ভোলিতে দিল্ দগ্ধ ,
দেহ দেউলের দীপিকা
দুরাশায় দোলায়িত
দুচোখ দরদর ।
[ শব্দার্থঃ- দিল্-অন্তর, দম্ভোলি-বজ্র ]