আজ সেই ২৪শে আগস্ট, খুব কি দীর্ঘ সময় !…
বুকের ভিতর ছিলো শতজন, ভালবাসা নিয়ে।
হাসিগানে কেটে গেছে কত না পরম বাঙময়
প্রহর যত ! পেয়েছি যা-শতগুণ দিয়েছি ফিরিয়ে।
ছিলো কতো ঠোকাঠুকি, নাচগান হাসি মাতামাতি !
অকারণে জ্বলে ওঠা, নিষেধ না মানা প্রতিক্ষণে।
দুরন্ত সময়, তুমিও তো করেছিলে সুদিনের সাথী
নিয়েছিলে নিভৃত পকেটে ভরে, পরম যতনে।
একে একে প্রিয়জন মাথা কুটে গেলো ছাই হয়ে
কে কোথায় চলে গেল ! স্মৃতির ব্যথা নিয়ে বুকে
নিঃশেষিত খোল এক। বসে আছি সন্ত্রস্ত হৃদয়ে
এই বুঝি শ্বাস নেবে, জঞ্জাল ফেলে দেয়ার সুখে !