যখন থেকে আশীর্বাদের হাতগুলো হারিয়ে গেছে,
বুকের মধ্যে হাহাকার বাড়লেও আকাঙ্ক্ষার প্রদীপ জ্বালাতে পারিনি,
ধিক ধিক করে জ্বলন্ত যজ্ঞের আগুনে শুধুই অশান্তি-
মাথার মধ্যে চারিয়ে দিয়েছে অসহ্য যন্ত্রণা;
সেই হতাশার বুদ্বুদে ভেসে চাইতে পারিনি আশীষ•••
অথচ উজাড় করে দিয়েছি সব শুভকামনা–
দৃষ্টিতে এনেছি নিজস্ব স্বপ্ন সাকারের অনীহা।
সেটা সত্য বলে মানতে পারোনি বলেই
অনুযোগের পাহাড় স্ফীত হয়েছে তোমাদের অন্তরে,
আসলে দিশাহারার নৈতিকতা প্রশ্নাতীত হয় না,
তাই শেষ প্রহরে অপ্রাপ্তির শোকে নই মুহ্যমান,
আগুনে ফিনিক্স পাখির মতো চোখের জলে সারিয়ে তুলবো তোমাদের আভ্যন্তরীণ ক্ষত•••
মনের গহীনে জন্ম নিয়েছে যে –
দিৎসা-আশীষ দানের•••
আজ আর গ্রহণের আয়োজনে ব্যাকুল নয় মন।।