একঅদ্ভুত সময় যখন, দিশাহারা সবাই ছুটে বেড়াচ্ছে,
অর্থের সন্ধানে ,সম্মানের খোঁজে
ভাগ্যচক্র মাদারির খেল দেখাচ্ছে
খারাপের অবস্থা ভালো, আর ভালোরা চোখে ধুতরো ফুল দেখছে,
বেশ আছি, মুখে মারিতং জগত
প্রভাবশালীরা নানা নাটক দেখাচ্ছে।
কেমন যেন একটা তো ধূর্ত আঁশটে গন্ধ
চারপাশ ম ম করছে,
জলাশয়, অরণ্য সব লোপাট হয়ে
মাথা চাড়া দিচ্ছে হাইরাইজ বিল্ডিং ,
সভ্যতার গায়ে মেকআপ লাগাচ্ছে,ক্ষমতা বানেরা ।
এদিকে বাউল ফকিরেরা সরকারি বৃত্তি নিয়ে
প্রচারমূলক গান গাইছে, সিনেমা ও সিরিয়ালের অভিনেত্রী ,অভিনেতারা রাজনীতির রঙ্গমঞ্চে তাদের দক্ষতা দেখাচ্ছে, টাকা কামাচ্ছে ,বিনোদন বেলাচ্ছে,
এক অদ্ভুত সময় যখন দিশেহারা সবাই ছুটে বেড়াচ্ছে,
বিবেক, বোধ সব খাবি খাচ্ছে
সততার কান্না শোনা যাচ্ছে আকাশে বাতাসে।
মিথ্যা শাসন করছে সত্যকে, শুধু কুয়াশা মাখা দিন আর আলোহীন অন্ধকার।
দেশজুড়ে অসহায় মানুষদের চাপা যন্ত্রনা আর হেরে যাওয়া পরিস্থিতি, তাদের ভয় পাওয়াচ্ছে,
তারা দিশেহারা হয়ে ছুটে বেড়াচ্ছে ,পবিত্র ক্রোধ,অসন্তোষ সব ঢাকা পড়ে যাচ্ছে তুচ্ছ লোভের কাছে।
ওপরওয়ালার ক্ষমতা নেই তাদের বাঁচায় শয়তানদের থেকে ,ধান্দায় ধান্দায় সমাজ অস্থির, মনুষত্ব লজ্জায় লুকিয়ে আছে ,গভীর থেকে গভীরে।
এক অদ্ভুত সময় যখন দিশেহারা সবাই ছুটে বেড়াচ্ছে অর্থের সন্ধানে ,বিলাসের খোঁজে ।