দিশাহীন পথচলা,
অন্ধকার পথ,প্রতি পদে হোঁচট খাওয়ার ভয়
তবু পথ চলতে হবে !
গন্তব্য জানা নেই।
যেন কঠোর নির্দেশ ‘এ পথ অতিক্রম করতে হবে ‘।
তাই দিশাহীন ভাবে অতিক্রম করে চলেছি এই পথ।
কত বার হোঁচট খেয়েছি, রক্তাক্ত হয়েছে দুটি পা ,
তবুও থেমে গেলে চলবে না,
বিশ্রাম নেওয়ার অবকাশটুকুও নিষিদ্ধ।
চলতে চলতে পথে নতুন নতুন প্রলভনের হাতছানি !
তবু কন্টন বিছানো, অন্ধকার পথটাকেই সঙ্গী করে চলেছি,
হয়তো এটাই আমার অপরাধ, আমি অসহায় দায়িত্বের কাছে।
জানি না কবে শেষ হবে এ পথ চলা,
অজানা গন্তব্যের সন্ধানের নিরন্তর ছুটে চলা।
এর শেষ কোথায় !