ভেতরের সব কালো অনুভূতি ঘরে ভরে
দরজায় এক মস্ত তালা
চাবির কানে বিদায় বলে
তুলোর মতো নীল ঘাসে
পায়ের ঠোঁট চুবিয়ে দেব
আকন্ঠ পান করুক জীবন
ভেতরের সব কালো অনুভূতি ঘরে ভরে
দরজায় এক মস্ত তালা
চাবির কানে বিদায় বলে
তুলোর মতো নীল ঘাসে
পায়ের ঠোঁট চুবিয়ে দেব
আকন্ঠ পান করুক জীবন