দিন – কেমন আছো রাত্রি, সূর্যকে ছাড়া ?
আলো বিনা তুমি, একা দিশাহারা !
রাত্রি – ভালো আছি দিন, তুমি সুখী হও
সূর্যের প্রেমে কুলুকুলু বও ।
দিন – বয়ে যাবো নিরবধি ধরণীর বুকে
প্রেম প্রীতি ভালোবাসা সমবেত সুখে ।
রাত্রি – আঁধারের গভীরে আমি পথ হাঁটি
ক্লান্তির অভিশাপে চির পরিপাটি ।
দিন – পরিপাটি আমিও তো, সোহাগেই ভাসি
মুক্তির সুগন্ধে নাচি, গাই, হাসি ।
রাত্রি – অন্যায় পাপ খুন যত অবিচার
ধর্ষণে মৃত্যু, দোষ বলো কার ?
দিন – কার দোষ জানি না, তাই সাধাসাধি
তোমাতেই লুকিয়েছে যত অপরাধী ।
রাত্রি – আমি আছি, তাই দেশ আইনেই চলে
যত রুজি রোজগার ঠকানোর ছলে ।
দিন – ঠকাচ্ছি কাকে বলো ? সরলের নামে ….
বাস করে সততায় মানবিক দামে ?
রাত্রি – না, যারা শিক্ষিত, ক্ষমতায় খুশ
ব্যাংক ভরে ব্যালেন্সে, নেয় মোটা ঘুষ ।
দিন – ঘুষ ছাড়া চলে না কি, এখনের দিন ?
আধুনিক হও রাত, অভিমান হীন ।
রাত্রি – এখনো তো আছে কেউ , ঈশ্বর বলি
ধর্ম, কর্ম মেনে তারই পথে চলি ।
দিন – চলে যাও রাত্রি, আমি একা থাকি
ঈশ্বর আমারই, আমি সুখপাখি ।
রাত্রি – আমি হই দুয়োরানী, অপরাধী সেরা
কলঙ্ক মাখি গায়, রহস্য ঘেরা ।
দিন – রহস্য বটে তুমি, কান্নার গান
ভাগ্যের পরিহাসে কৌমুদী প্রাণ ।
রাত্রি – আমি খুব ভালো আছি, চাঁদ তারা বুকে
পরমের প্রেমে বাঁচি, জাগতিক সুখে ।
দিন – সুখ শুধু আমারই, হৃদে স্বচ্ছতা
আকীর্ণ পূণ্যে, প্রাণে হৃদ্যতা ।
রাত্রি – হৃদ্যতা আমারও গোপনেই থাক
উদারতা বলে যায় “দিন সব পাক” ।