কি লিখতে হয় ?
কিভাবে লিখতে হয় ?
কেন লিখতে হয় ?
কখন লিখতে হয় ?
আমি কিছুই জানিনা।
তবু মনের ভাবনার তাড়নায়
কিছুনা কিছু লিখতেই হয়;
লিখে যাই অকারণ
কেউ করেওনি বারণ
লিখতে না পারলেই মনে হয় জ্বালাতন,
লেখা ছোটে সোজা পথে
বোঝেনা সে কে পর কে আপন
এভাবেই মনের মাঝে কলমকে করি যতন,
কবিতার মাঝে আমার বহিঃপ্রকাশ
কবিতাতেই থাকে আমার আত্মরস
যতদিন বাঁচবো করে যাবো রচনা কবিতা রজনী দিবস।