তোমার শোক নিবিড় খুব।
আমার শোক বিজ্ঞাপন।
তোমার দিন অতল ডুব।
আমার স্রেফ দিনযাপন।
তোমার মন উজান বায়।
আমার মন হাটবাজার।
তোমার চাল আতপ-সায়।
আমার চাল, হাত-পা যার।
তোমার চোখ সদর্থক।
আমার চোখ সন্ধানী।
তোমার ভয়, হারায় শ্লোক।
আমার ভয়, কম জানি।
তোমার মুখ অপার ন্যায়।
আমার মুখ চায় প্রচার।
তোমার নেই অপব্যয়।
আমার নেই দায় মোছার।
তোমার ধ্যান তপস্যায়।
হঠাৎ হয় রাষ্ট্র মেঘ…
আমার সব খবর যায়
তোমার দূর আশ্রমে।
তোমার শোক নিবিড়। ঠিক।
আমার শোক বিজ্ঞাপন।
তোমার থাক শিবির। দিক।
আমার থাক দিনযাপন।
আমার স্রেফ দিনযাপন।