আজকাল কিছুই ভালো যাচ্ছে না,
সবকিছুই যেন কেমন ধারা,
তবু কফি হাউস কিংবা রবীন্দ্রসদন চত্ত্বর
আমাকে ডাকে অন্তরে অন্তরে,
ফেসবুকও এমন সুখ দিতে পারেনা,
যা দেয় কালো কফির চুমুক, চারমিনারের
কড়া গন্ধ, আর গমগমে ভিড়।
কেউ চিনে বুকে টেনে নেয়,
আবার কেউ বিরক্ত হয়ে এড়িয়ে যায়,
তবু আমাকে লিখতে হবে সময়ের কথা,
সেটা পাঠ করে ছড়িয়ে দিতে হবে
আলো অন্ধকারের ছায়াময়
জগতে মশালের মতন।
ভালোবাসা ছাড়া এই
ফকিরের আর কিছু নেই,
প্রাত্যহিক সংবাদ এর মতন
সমস্যা আছে, ঘিরে থাকে,
তবু হে মহাপৃথিবী আমরা যারা
পদাতিক কবি তারা জনস্রোতে
যে যার পতাকা তুলে বলবো,
বেঁচে আছি হে বাপ সকল।
