বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই ।
খুকুর খোঁজে পাড়াময় পড়েছে হৈচৈ ।
খুকু গেছে দিদির খোঁজে ।
তারারাই শুধু তাকে বোঝে ।
হারিয়ে গেছে দিদি যে তার ।
শোলকগুলো শোনাবে কে আর ।
সবাই ভোলায় ভালবেসে ,
বলে দিদি চাঁদের দেশে ।
নদীর ঘাটে আসে রাতে ,
অমাবস্যা আর পূর্ণিমাতে ।
সে কেন পায় না দেখা ?
দিদি ছাড়া ভীষণ একা ।
তাই প্রতি অমাবস্যা আর পূর্ণিমায় ,
একা একাই খুকি ছুটে যায় ।
ঐ নির্জন নদীর ধারে ।
কিন্তু দিদি তার হারিয়ে গেছে, রাত্রির আঁধারে ।