Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » দিগ্বিজয়ী বীর || Gobinda Chandra Das

দিগ্বিজয়ী বীর || Gobinda Chandra Das


এ দেশে এসেছে এক দিগ্বিজয়ী বীর !
এ নহে নাদির সা, এ নহে জঙ্গীস্ খাঁ,
এ নহে তৈমুরলঙ্গ চীন তাতাবীর,
আসেনি হিমাদ্রি লঙ্ঘি, নাহি সৈন্য সাথী সঙ্গী,
নাহি হাতে তরবার নাহি ধনু তীর |
পথে পথে হাহাকারে, আসেনি কাঁদায়ে কারে,
আসে নাই দেশে দেশে বহায়ে রুধির,
আসিয়াছে পুষ্প রথে, সুমেরুর স্বর্ণপথে,
উড়ায়ে কনকরেণু কিরণে মিহির !
একাকী এসেছে “ভোলা”, মমতার হাত খোলা,
করুণা গলিয়ে পড়ে আঁখি নিলে নীর !


এ দেশে এসেছে এক দিগ্বিজয়ী বীর !
কোথা হ’তে এসেছে সে, ঘর বাড়ী কেন দেশে,
নাহি জানি পরিচয় শিশু বিদেশীর,
নাহি বোঝে কপটতা, বোঝে না মোদের কথা,
বোঝে না সে কোনো ভাষা এই পৃথিবীর !
এসেছে উলঙ্গ বেশে, বস্ত্র নাই তার দেশে,
কেমনে সরম তবে বহে রমণীর ?
উলঙ্গ ভগিনী ভাই, কিসে থাকে এক ঠাঁই ?
থাকুক জ্যাকেট বডির নাহি মিলে চীর ?
কুরুচি-কবির ছেলে, এসেছে বসন ফেলে,
লজ্জায় ভাঙিয়া পড়ে রুচির মন্দির !


এ দেশে এসেছে এক দিগ্বিজয়ী বীর !
এসেছে মোদের বাড়ী, নয় মাস—দিন চারি,
টলমল করিতেছে কাঙ্গাল-কুটির !
ত্রিদিব করিয়া জয়, আসিয়াছে মনে লয়,
এনেছে মন্দার-মধু অধরে মদির,
এনেছে পাপদ কল্প, প্রকৃতই—নহে গল্প,
ও ক্ষুদ্র হৃদয়ে ভরা স্নেহ সুগভীর !
লুণ্ঠিয়া অলকা শত, আনিয়াছে রত্ন কত,
কে পারে করিতে তাহা গণনায় স্থির ?
আঙ্গিনার মাটি ধূলা, তাও মণিরত্ন গুলা,
অযত্নে পড়িয়া আছে ঘরের বাহির !


এ দেশে এসেছে এক দিগ্বিজয়ী বীর !
তার হামাগুড়ি দিতে, কুলায় না পৃথিবীতে,
অতি ক্ষুদ্র আঙ্গিনা সে ক্ষুদ্র পরিধির,
তার সে চরণ দাপে, বিশাল ব্রহ্মাণ্ড কাঁপে,
অতি ক্ষুদ্র ধরণী সে আকুল অস্থির !
বাছে না আগুন জল, বুকে তার এত বল,
তার কাছে সমতুল্য সমুদ্র শিশির,
বোঝেনা সে সাপ বাঘ, সে যাহার পায় লাগ,
অবহেলে সাপটিয়া ধরে গ্রীবা শির |
সে ত’ গো জানেনা ভয়, মরণ কাহারে কয়,
সে বুঝি অধীন নয় নব-নিয়তির !

. ৬ উপরে
এ দেশে এসেছে এক দিগ্বিজয়ী বীর !
সে মানেনা জাতিভেদ, মানেনা কোরাণ বেদ,
মানেনা আচার ধর্ম মুনি মৌলবীর,
সে মানে না খাদ্যাখাদ্য, সে নহে কিছুর বাধ্য,
খায় সুখে বিষ্ঠা মুত্র মাখন পনির !
সে মানেনা পূণ্য পাপ, অশ্রুজল অনুতাপ,
সে মানেনা আমাদের আলোক তিমির,
সে এক সম্রাট্—প্রভু, সে নহে অধীন কভু,
সে করে চরণে চূর্ণ রীতি পৃথিবীর !
তাহার উলঙ্গ অঙ্গে, সুরুচি কুরুচি সঙ্গে,
গরু বাঘে পান করে এক ঘাটে নীর,


এ দেশে এসেছে এক দিগ্বিজয়ী বীর !
প্রতাপ প্রভুত্ব তার, নাহি বিশ্বে তুলনার,
কি ছার লঙ্কার সেই রাজা দশশির |
জুড়াইতে তাহার হিয়া, শীতল পরশ দিয়া,
আসিয়া রয়েছে আগে মলয় সমীর !
তাহারি পানের তরে, নদী হৃদ সরোবরে,
নীরদ রেখেছে ভরি সুশীতল নীর !
তারি আসিবার তরে, রজত সুবর্ণ করে,
উজলিয়া আছে ধরা শশাঙ্ক মিহির !
তারি আগমন জন্য, ধরণী হয়েছে ধন্য,
আর কোনো প্রয়োজন নাহি পৃথিবীর |
তুষিতে তাহারি মন, বসন্তের ফুলবন,
ফুটায়ে রেখেছে ফুল সুধা সুরভির |
ফল শস্যে হয় নত, তরু তৃণ আছে যত,
পোষিতে অমৃত খাদ্যে তাহারি শরীর |
তারি তরে আমি তুমি, অনন্ত আকাশ ভূমি,
সৃষ্টির গম্ভীর অর্থ হয়েছে গম্ভীর |


এ দেশে এসেছে এক দিগ্বিজয়ী বীর !
প্রমদা পাইয়া তারে, কি আনন্দ অহঙ্কারে,
চুমিতেছে বার বার রোমাঞ্চ শরীর !
এ বিশ্ব ব্রহ্মাণ্ড গুলা, আজি তার পদধূলা,
সে জেন রাণীর রাণী শত ইন্দ্রাণীর !
আজি তার ছিন্নবাসে, কি লাবণ্য অট্টহাসে,
কে জানে কি ভাগ্যোদয় আজি অভাগীর,
দশ হস্তে দশভুজা, আদি তারে করে পূজা,
বাণী সে বন্দনা গায় গীত গায়ত্রীর !
লক্ষ্মী তার পদ সেবে, প্রণমে অনন্ত দেবে,
ছেলে কোলে মহিমা কি এত জননীর |
কবিতা কৃতার্থ হয়, লেখনীর জয় জয়,
তাহারি বিজয়-গাথা গাহিয়া কবির !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *