দারিদ্রতা শিক্ষা দানে বাঁচিবার তরে,
জীবন যুদ্ধে অদম্য সাহসিকতা ভরে।
কর্মে যারা ধর্ম মেনে শ্রমে মেতে থাকে,
ক্ষুধার পেটে ভাতটা পেয়ে শান্তি মাখে।
দারিদ্রতা অভিশাপ নয় মনে রাখে যারা,
অসহায়ে সহায়তা দিয়ে থাকে তাঁরা।
রোগে শোকে মুহ্যমানে বলে মিষ্টি কথা ,
সান্ত্বনার পরশেতে ঘুচায় যে ব্যাথা।
বন্যা মহামারী দেখে জীব কাঁপে ত্রাসে,
মানবিক মন নিয়ে দাঁড়াও না পাশে।
যথাসাধ্য সহায়তা বাঁচাতে মানুষে,
দারিদ্রতা শিক্ষা দেয় রাখে মান হুঁশে।
জীবনের পথ অতি কন্টকিত মানি,
দুর্জয় সাহসে তাহা পার হন জ্ঞানী।
সেইমতো চলে যারা ধৈর্য নিষ্ঠা সাথে,
বাঁধা বিঘ্ন নাশে পায় সফলতা তাতে।
আত্মনির্ভর হতে শেখায় মানবে,
চারিত্রিক গুণাবলী ধরে রাখে সবে।
দারিদ্রতা রয় যদি কিবা যায় আসে,
হৃদয়ে ফুটুক পদ্ম প্রীতি ফুলে রাশে।