চারপাশে সবকিছুই যেন ডেঞ্জার জোন ,
তবু তোমাকে ছুটতেই হবে ,
স্ট্রাগল করতে এসে তো
আর পিছিয়ে পড়া চলবে না । ,
কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে
হার স্বীকার করলেই সব শেষ ।
লড়াই জারি থাকুক এই যে আমাদের
জগত সংসারে বিশ্ব দাবার আসর বসে,
প্রতিনিয়ত একে অপরের সাথে খেলে চলছে ,
একটু আধটু ভুল করলেই তুমি চেকমেট।
একমাত্র তোমার হাসি, তোমার আত্মবিশ্বাস ,
তোমাকে সেরা করে তুলবে
এই প্রতিযোগিতার আসরে ।