সমাজের মুখ ঢাকা আজ কালো আঁধার বৃত্তে,
যত দিন যায় ভৈরব দল, উন্মত্ত উৎসব নৃত্যে ।
ক্ষুধা, বেকারত্ব, হিংসা, দ্বেষ পরিপূর্ণ
আমাদের এই মাতৃভূমি ,
অকাল মৃত্যর লাশের মিছিলে, শুধু কান্নার কলধ্বনি ।
চিত্রগুপ্তের হিসাবের খাতায় লাশের অঙ্ক,
বেড়ে চলে তরতরিয়ে,
মায়ের কোল খালি করে পিশাচের দল
উড়ায় কেতন তাজা রক্তে রাঙিয়ে ।
মিথ্যা খোলসাবৃতে ঢেকে রেখে করে শুধু ছলনার লীলাখেলা ,
মানবতার ইমেজে সাজিয়ে নিজেকে ভাসায় প্রতিশ্রুতির ভেলা।
শিক্ষিত বেকার ধর্না মঞ্চে ন্যায্য অধিকারে বঞ্চিত ,
সমাজ অধিপতি তাকিয়েও দেখেনা
নিত্য দিন হয় তারা প্রতারিত।
বিদায় কালে চেতনা উদয়ে দাও মাগো সুমতি সন্তানেরে ,
সব কালো ছায়া মুছায়ে দাও, নব আলোকে
দাও মা বিবেক ফিরায়ে।