ছেঁড়া শার্টের আড়ালে থাকা গল্প কথা,
কত দরিদ্রের কষ্ট শ্রমের নীরব ব্যথা।
পরিবার সামলাতে হিমশিম তবু হাসি মুখে,
পুরুষ জাতির সংগ্ৰাম চলে সুখে দুখে।
কত কিছুই করার চেষ্টা সন্তানের তরে,
সকাল সন্ধ্যা খাটুনি করে অক্লেশ ভরে।
নিজের দিকে না তাকিয়ে অবিরত,
কেবল অর্থ আয়ে থাকে সদা রত।
ছেঁড়া পোশাক পরে কাটায়, চলে যতদিন,
ছিঁড়লে জুতো মনে ভাবে চলবে আরও ক’দিন।
প্রত্যাশী অন্তর সন্তানের উন্নতি কামনায়,
দরিদ্র্যতার মাঝেও করে খরচ উচ্চশিক্ষার আশায়।
কত স্বপ্নের ইচ্ছামৃত্যু ঘটিয়ে জীবন যাপন,
একটু আহার আর ভালো থাকার করা আয়োজন।
হিসেবের সংসারে অভাব নিত্য দিবস রাতি,
ছেঁড়া শার্টের আড়ে জ্বলে চিন্তার সুখ বাতি।
স্বার্থ ত্যাগ , সখ, সুখ দিয়ে বিসর্জন,
অদম্য মনে চলে শ্রম করতে উপার্জন।
ছেঁড়া শার্টের আড়ালে একটু আশার রেখা,
সন্তান যদি পায় চাকরি ফিরবে ভাগ্য লেখা।