উফ গরমে হাঁসফাঁস তনু
তাপদাহে জ্বলি,
বিজ্ঞান করে উন্নতির খোঁজ
রসাতলে কলি।
পশু পাখি মানুষ জনে
দগ্ধ সৌর তাপে,
পাহাড় গলছে নদ শুকাচ্ছে
সব মানুষের পাপে।
ঠান্ডার দেশে গরম দেখি
মরুতে যে বন্যা,
সব জায়গাতেই উলট পালট
হাসে মহী কন্যা।
খাল বিল পুকুর নদীর জলে
উষ্ণ ধোঁয়া দেখি,
চাতক মনটা বৃষ্টি খোঁজে
কালবৈশাখী সে-কী!