সুখে দুখে সারা জীবন থেকো তুমি পাশে,
আসে শত বিপদ বালাই বল রবে মনে,
বরাভয়ে তুমি সাথে দুঃখ কষ্ট নাশে।
মিলেমিশে রবো সবে মায়া দয়া সনে,
হিংসা দ্বেষে দূরে ঠেলে মানবতা নিয়ে,
দীন দুখীর পাশে থেকে সহায়তা ধনে।
প্রকৃতি যে উজার করে পশরা তাঁর দিয়ে,
ফলে ফুলে শাকসবজিতে শস্যে বাঁচায় প্রাণে,
ধরা মাঝে প্রাণী জাতি তাইতো থাকে জীয়ে।
ভুবন জুড়ে ভরে আছে তোমার অসীম দানে,
চন্দ্র- সূর্য গ্রহ- তারা, পাহাড় ঝর্ণা ধারা,
তোমার সৃষ্ট বলেই প্রভু সকলজনে মানে।
সবুজ শ্যামল মাঠের পরে হাসে ধানের চারা,
চাষীর চোখে স্বপ্ন সাজে অভাব যাবে দূরে,
অরূপ তোমার সৃষ্টি যেগো সবার পরাণ কাড়া।
বিশ্বজনায় রেখো বেঁধে সম্প্রীতির বীজ বুনে,
মনুষ্যত্বের চেতনা আজ জাগুক সবার চিতে,
থেকো তুমি পাশে প্রভু প্রেম মহিমার ধুনে।