দিয়েছি খুলে হৃদয়ের দ্বার
আজ এসপার কি উসপার।
বাতায়নে চাঁদের হাসি
রহি রহি মন উদাসী।
শিয়রে প্রদীপ জ্বলে মিটি-মিটি
পড়ে মনে সব খিটি-মিটি।
হাসনাহেনা মলয় ধীরে বয়
মানেনা মন কোনো অভয়।
নয়নে জমেছে উদাসী মেঘ
হৃদয়ে বাষ্পীয় আবেগ।
রজনীগন্ধার ঘন সুগন্ধ
মন-প্রাণ করেছে অন্ধ।
দূর দেশে তুমি আছ পুলকে
হেথা নিদ্রা নাহি মোর পলকে।
এবার এলে সব শোধ নেব
নিবিড়-ঘন আলিঙ্গনে তোমায় বাঁধিব।