সুন্দর বলে ভালোতোবাসিনী
ভালো যে বেসেছি গুনে,
চোখেতো দেখিনি তবু ভালোবাসি
শুধু কানে কানে শুনে।
বাতাসের থেকে শ্বাস নিতে গিয়ে
জেনেছি তোমার কথা,
ভোরের পাখি প্রতিদিন ভোরে ঠোঁটে করে আনে
তোমার মিষ্টি বার্তা।
শুনেছি তোমার দীঘল চোখে গভীর অরণ্যের
বনস্পতির ছায়া,
তোমার হাসিতে দুরন্ত নদীর
মায়াবী কল্পনা কায়া।
যত ভাবি চলে যাবো
দূরে বহুদূরে,
বাঁধা পড়ে আছি ভোর রাতে গাওয়া
তোমার ভৈরবী সুরে।
একবার ছুঁয়ে যাও
আমার নির্বাসন ঘুঁচিয়ে,
আমার প্রেমের স্বপ্ন গুলোকে
দিয়ে যাও চিরকেলে মুছিয়ে।
ভেসে যেতে চাই
তোমার স্রোতে।
তোমাকে নিয়ে চলে যেতে চাই
দূরে বহুদূরে।