অশ্রু ধারায় মন আমার আজি সিক্ত
তোমা স্নেহ স্মৃতি জুড়ে অণুক্ষণ
আবাক হয়েই ভাবি
বিশ্বাস না হয়
বৃষ্টি ধারায়
আমার
তোমার
চির বিদায়
স্টাফরুমে তোমার ছবি!
বিধাতার নির্মম একোন শমন
আজীবন তুমি থাকবে না হয়ে রিক্ত ।
অশ্রু ধারায় মন আমার আজি সিক্ত
তোমা স্নেহ স্মৃতি জুড়ে অণুক্ষণ
আবাক হয়েই ভাবি
বিশ্বাস না হয়
বৃষ্টি ধারায়
আমার
তোমার
চির বিদায়
স্টাফরুমে তোমার ছবি!
বিধাতার নির্মম একোন শমন
আজীবন তুমি থাকবে না হয়ে রিক্ত ।