আজ তোমার শুভ জন্মদিনে
শুভকামনার তত্ত্ব সাজাই মনে মনে
আশা ও আকাঙ্ক্ষার বাতি জ্বলে উঠুক প্রতি ক্ষণে ক্ষণে,
জীবনের প্রতি ঝলকে——
চন্দ্র আলোকে জ্বলুক প্রদীপ শান্ত মনে;
দীর্ঘ দিবস তোমার সরস—–
আনবে আভাস গৃহের কোণে,
তুমি যে মোদের গৃহ লক্ষী
সময়ের হাত ধরে পাবো তার সাক্ষী;
এখন কেবল হাসিমুখে করে যাও সাধনার আরাধনা
সাধনারা বলে দেবে———
কখন কোথায় অবস্থিত তোমার ঠিকানা,
আজি এই দিনে বৈশাখে
সুখেরও পাখি গাছে গাছে ডাকে;
সুখে থেকো তুমি, সুখে থাকুক তোমার পরিবার
আজ এই শুভদিনের শুভক্ষণে—–
এই শুভকামনা জানাই আমি বার বার
আজ শুভ জন্মদিন ,আজ শুভ জন্মদিন তোমার।।