ধরো যদি বলি
পেখমের পাল হও , মাস্তুলে কদমের কলি !
ধরো যদি শুনি
শারীরিক ছড়ে ছড়ে তোমার গোপন গুনগুন -ই !
তুমি হলে রাজি
নিঃশ্বাসে জ্বেলে দেবো হিম হিম কবিতার বাজি ।
ধরো যদি পড়ি
তোমার লুকোনো তিলে নোয়ানো নাভির ঢেউতরী !
ধরো যদি দেখি
তোমার মনের রোমে আমি ভাসি , একি !
দাও যদি সায়
পাশাপাশি দ্বীপ বুনে বাঁচাবো প্রেমের সাঁকো দায় ।