বিকেল থেকেই ঝাঁপিয়ে বৃষ্টি এলো!
এই অআকাঙ্খিত বৃষ্টি যেন ঠিক উষ্ণ আদরের মত!
মাটি ধুলোর আকাশের বৃষ্টিকে বুকে নিলো
একেবারে আপন করে!
এখন রাত অনেক! অবিরল ধারতে বৃষ্টি পড়ছে
টিনের ঢাকার উপর আশ্চর্য এক তালে!
অসময়ে এই বৃষ্টি অনির্বাচনীয়
এক বিরহ বেদনার সৃষ্টিও করছে!
মনে পড়ে তোমার কথা-
আমার কাছে তো তুমি নেই যে তোমায় কিছু বলা যায়!
আবার ভাবি কি বা বলতে পারি তোমাকে?
জানিনা বহুদিনের একটু একটু ভালোলাগার
ঝিনুকগুলো কখন যে একবিন্দু মুক্তোতে
পরিণত হয়েছে l
এই মুক্তটি আমার চিরকালের তো?
কালের কি কোন সীমারেখা থাকে?
এই বর্ষার রাতে তোমার উপস্থিতি আমার মধ্যে
প্রতি মুহূর্তে l
মাঝে মাঝে নিজের মনের উপরেই বিরক্ত হচ্ছি!
এ কেমন অনুভব?
উচিত অনুচিতের দ্বন্দ্বে মনের মধ্যে একটি
আলতো দুঃখভার সবসময় লেগে আছে l
ব্যথার জায়গাগুলো এত গোপন,এত গহীন,
এতো নীরব আবার মধুরও বটে!
সম্পর্কটিকে কি করে সুন্দর মাল্যে পরিণত করা
বা টিকিয়ে রাখা কি করে তা জানি না বন্ধু !
আমি এও জানি না কে কতখানি একে অপরের!
মাঝখানে কোন অবিশ্বাসের দেওয়ালও
আছে কিনা জানা নেই!
তবুও লক্ষ যোজন দূরে থেকেই কাছের
জিনিষকেই দেখতে হয় l
আমার অবাক লাগছে সারাক্ষন অনুভব
জুড়ে তোমার উপস্থিতি কেন??
বহুদিন পর বৃষ্টি মনকেও সিক্ত করেছে দেখো!
তাই এতো রাতে তোমায় লিখছি সেই অনায়াস
লাবণ্য পূর্ণ প্রেম এলো l
গোধূলিতে গোধূলির রঙ দেখতে দেখতে ক্রমশ রাত্রির
দিকে গড়িয়া যাওয়া ছাড়া আর কিছুই তো করার নেই l
তবে অমি এটাও মানি গোধূলির এই রঙের আবেশ
ওতো মিথ্যে নয়, তারও তো মাধুর্য আছে!
পৃথিবীর কিছু মানুষ বোধহয় প্রেমিক হয়েই জন্মায়!
তোমাকে এতো কাছের মনে হয়,
এত বেশি ধরা দাও তুমি ,
যে তোমাকে ধরতেই পারিনা!
না পাওয়াটা আছে বলেই পাওয়াটা
এমন মধুর মনে হয় মাঝে মাঝে!
এ যেন এক অলৌকিক সহবাস!
ধারাপাতনের শেষ নেই
এই যে তোমার উষ্ণ হাতে
রাখলাম আমার হাত
তোমার বন্ধুত্বের তুলনা নেই