তোমার নামে বৃষ্টি নামে
আমাকে একা ভিজতে হয়
তোমার ঘরে সময় থামলে
আমাকে ঘর ছাড়তে হয়।
তোমার নামেই মেট্রো থামে
তোমার ঘরের হলদে রাত
আমার নাম বদনাম জানে
তোমার নামে বজ্রাঘাত।
তবুও দাঁড়িয়ে, দুহাত বাড়িয়ে, যদিও আমি কেষ্ট নই..
এই যে এত ভালবাসি, এইটুকু যথেষ্ট নয়?
তোমাকে ঘিরে এভারেস্ট-মারিয়ানা
তোমার জন্যই মৃত্যু ভয়
তোমার জন্য প্রেম অজানা
ছাতার নিচেও ভিজতে হয়।
আমিও জানি হাসলে তুমি
আকাশে মেঘেরা গর্জন থামায়
আমিও জানি, না-ফিরলে আমি
তোমার দুচোখ আনন্দ বিলোয়।
তবুও তাকিয়ে, নিজেকে বাঁচিয়ে, জীবনজুড়ে সন্ধ্যা হয়..
এই যে এখনও কবিতা লিখি! এইটুকু যথেষ্ট নয়?