তোমার জন্য ছেড়েছি ঘর
এটা মনে রেখো,
বিশ্বাস প্রীতি আলিঙ্গনে
সঙ্গে সদা থেকো।
নতুন করে পাবো বলে
পথ চলা একসাথে,
সুখ দুঃখ ভাগ করে নেবো
দোঁহে দিবস রাতে।
প্রেমের ভেলায় করবো যাপন
মধুর সোহাগ ভরে,
ঝঞ্ঝা বিপদ যতই আসুক
থাকবো হাতটি ধরে।
জিয়ন কাঠি তুমি আমার
শুধু রেখো মনে,
যে কটা দিন রব বেঁচে
থেকো আমার সনে।