তোমার জন্য সমুদ্রের ঢেউ গুনে ফেলতে পারবো,বা
তোমার জন্য রাতের আকাশের তারা গুনতে পারবো!
না, এই সব কিছুই পারবো না আমি।
তবে আমি তোমার জন্য হাজার খানেক কবিতা লিখতে পারি
আমার কবিতার খাতায় তোমার অবাধ উপস্থিতি।
অনুভব করি তোমার প্রতিটা হৃৎস্পন্দন,
হয়তো তুমি তা জানো!
জানো তো, আমার স্বপ্নগুলো কিছুতেই বাধা মানে না।
ওরা আমায় বলে,’ভালোই যদি বাসো তবে
কিসের এত বাধা!’
কি করে যে বোঝায় ওদের!
শুধু বলে আমায় ,’ফেলনা ভেঙে যত বাধা বন্ধন,
উন্মুক্ত আকাশের নিচে মেলে ধর নিজেকে
যেমন বর্ষার আগমন বার্তা পেয়ে ময়ূর মেলে ধরে নিজেকে! ঠিক সেই রকম!’
কিন্তু ওরা তো জানে না,শিকল ভাঙার অস্ত্র আমার নেই।
ওদের মতো আমার ও ইচ্ছা করে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চিৎকার করে বলি “ভালোবাসি! ভালোবাসি! “