তোমার কাছেই আমার আকাশ, আমার মেঘলা সবুজ বাড়ি, তবুও আমার বুকে, কেন যে এতো ছটফটানি!
তবে অবাক চোখে তুমি আকাশ দেখ কেন? আকাশের বুক,সেই কাজল চোখের মেয়ে, ব্যথা বাজে নুপুর পায়ে বৃষ্টি নামবে বলে।
ভালোবাসা চারটি শব্দ থেকে, তোমার শহর ছেড়ে দূরে আরও দূরে থাকি, আবারও ভালোবাসবে বলে,
প্রকৃতিতে একমাত্র বৃষ্টি আসে আপন খেয়ালে,
সহজে চলে যাবে বলে।
পাছে সে বাঁধা না পড়ে।
তোমার কাছে যখন সকাল, তখন মেঘের বুকে আকাশ, না কি আকাশের বুকে মেঘের আদর বাড়ি!
তোমার কাছে যখন দুপুর, আমার বুকে তখন বকুল গন্ধ মাখামাখি।
তোমার যখন বিকেলের পথে বাড়ি ফেরার তাড়া, গোধূলি বেলায়, আমার তখন মালতী লতায় ঝুপ করে নেমে আসা হলুদ ডোবানো সন্ধ্যাবেলা।
রাত গভীর হলেও,আমি এমনি করেই সারাটিবেলা তোমার সঙ্গে থাকি।