সকাল থেকে মেঘের আনাগোনা
অনেক আশার পরেও তো আসলে না,
রাগ ক’রে তাই বিকেল হলে পরে
খাতায় করি তোমার আরাধনা।
সকাল থেকে খেললে লুকোচুরি
ডাকলে পরেও আসলে নাতো কাছে,
মেঘের ঘরে তোমার মাদল বাজে
আগুন নিয়ে খেলছো যে ফুলঝুরি।
ডাকি তোমায় ডাকি সকাল সাঁঝে
নুপুর তোমার বাজে হিয়ার মাঝে,
আনমনা হই কিসের ছলনাতে
ভেজা মাটির গন্ধ আসে বুঝি!
ভেবেছিলাম নাইবো তোমার সাথে
খোলা হাওয়ায়, মাঠে,নদীর ঘাটে,
কোথায় তুমি সাড়াই দিলে না যে
পথ চেয়ে রই তোমার পথ খুঁজি।
রোজ সকালে স্বপ্নের জাল বুনি
তোমার কথা শুনায় আকাশবানী,
সবাই বলে আসছ কদিন আগে
আশায় থাকি শুনবো পদধ্বনি।
আসলে পরে জমবে কতই খেলা
সরস হবে মলিন ডালপালা,
নতুন প্রাণে পোড়া মাটির গান
স্নিগ্ধ হবে বসুন্ধরার প্রাণ।।