রোজ নিয়ম করে কোনকিছু তে
তোমার কখনও মন লাগে না জানি।
নিয়মের বেড়া জালে তোমায় তো বেঁধে রাখি নি!
তাই তো তুমি আমার আকাশ
আর আমি আকাশের বুকে পাখি
বনে জঙ্গলে দূর দেশে ঘুরতে ভালোবাসি।
তোমার আমার কথা বলা নয়তো নিয়ম করে!
আমাদের বলা কথায় –
নদীর বুকে বান আসতে পারে,
দুকূল ভেসে যেতে পারে!
চলার পথে ভুল হয়ে যেতে পারে!
আকাশ জুড়ে কালো মেঘে কালবৈশাখী আসতে পারে।
সমীরণ চুপিচুপি আমাদের কথা শুনে নিতে পারে!
কেউ আমাদের নিয়ে প্রেমের গল্প লিখতে পারে!
এমনই কতো অঘটন ঘটতে পারে!
হতেই পারে,আমরা যা না ভাবি তাই ঘটতে পারে!
এতো বেদনা থেকে আনন্দ উৎপত্তি হতে পারে।
দুটি মনের মিলন হতে পারে!
ভুল বোঝাবুঝি থেকে বিচ্ছেদ আসতে পারে!
তুমিই বল,
তাই বলে কি কথা বলবো না?
যখন কোন কিছু বারণ থাকে সমাজ দেয় নিয়ম টেনে,
তখন সেটাতেই বেশি মন টানে।
তোমার আমার কথা বলা বারণ বলেই,
তোমার সঙ্গে কথা বলতে দারুণ ভালো লাগে।
হাজারো বারণ সত্বেও আমি তাকেই খুঁজি,
যে থাকে আমার মনের ঘরে।
তুমি আছো বলেই আমায় চোখের তারায় আলো ফুল ফোটে।
তারপর যখন বলো কথা কম হোক!
নিয়ম করে কি রোজ কথা বলতে হবে?
আমার চোখের তারায় তখন নোনা অশ্রুজল ছলকে ওঠে।
যদি কিছু বল আমাকে
মুখে তখন কথা না সরে!
ভাবি কি যে বলি তোমাকে
নীরবতা আঁকড়ে ধরে!
আমার সকল না বলা কথা,
তুমি বুঝে নিও তবে।