আজও ভুলা হয়নি তারে
যে জন গেছে ফেলে,
নীরব রাতে খুঁজে বেড়াই
স্মৃতির ঝাঁপি মেলে।
কেন অমন অবেলাতে
আমায় গেলে ছেড়ে,
মনের মাঝে স্মৃতির প্রদীপ
রেখেছি গো জ্বেলে।
তুমিই আমার জীবন সাথী
আমার সকল কিছু,
তোমায় ঘিরেই ভাবনাগুলো
ঘোরে পিছু পিছু।
কাল- সায়রের মরণ দোলায়
আছো তুমি যেথা,
ভবের খেলা সাঙ্গ হলে
যাবো আমি সেথা।
একটা কথা মনে হলে
চোখের জলে ভাসি,
বলা হয়নি কোনদিন যে
তোমায় ভালোবাসি।