সব চুপকথারা ভালো থাক,
কিছু কথা যাক হারিয়ে।
নাই বা হলো শোনা।
কিছু কথা তোলা থাক মেঘেদের ঘরে,
বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ুক সবুজ পাতাদের গায়ে।
সব ভালো থাকা বলতে নাই,
প্রবল ঝড়ে যায় যদি খড়কুটোর মতো উড়ে!
বুক ভরা ভালোবাসা উজার করে দেখাতে নেই,
চোখের জলে এই ভালোবাসা থাক গোপনে।
যা কিছু অতিরিক্ত নয়কো ভালো সবই হয় কষ্টের কারণে।
কিছু তোলা থাক নতুনের মতো যত্নে,
একান্তে আমার হয়ে, সকলের অগোচরে।
যদি রামধনু রঙ কখনও ওঠে আকাশের গায়ে,
জানবে, ছন্দে ছন্দে জমিয়ে রেখেছিলাম,
তোমায় দেবো বলে।