চারপাশে চাই দেখতে না পাই
দিশেহারা মনটা মা তাই
ব্যথা জাগে বুকে,
কত স্মৃতি মধু মাখা
ঘিরে আমায় দুখে।
শত বায়না তোমার কাছে
এখন শোনার কেই বা আছে
চোখে অশ্রু ঝরে,
কত কথা মনে পড়ে
বিষাদে মন ভরে।
‘ না’ শুনিনি তোমার মুখে
ভোলাতে গো সকল দুখে
লাগতো বড়ো ভালো,
সাহস দিয়ে থাকতে পাশে
ঘুচতো দ্বিধা কালো।
তোমায় মাগো খুঁজে বেড়াই
একটু তোমার ছোঁয়া যে চাই
স্নেহের পরশ মাখা,
মনটা বড়ো ছটফটায় মা
ব্যথায় চাপি ঢাকা।