মুখে হাসি আর বুকে স্নেহ নিয়ে বিশ্বে এসেছে নারী,
জননী দেখালো জগতের আলো, ঋণ কি শুধিতে পারি?
পরম আদরে ভালবেসে নারী ছায়া দেয় সোহাগের,
নারী ফুল হলে নর মধুকর পূর্ণতা জীবনের।
নারী মহীয়সী বেগম রোকেয়া চির দ্রোহী প্রীতিলতা,
স্বদেশের প্রেমে জীবন দিয়েছে লুকিয়ে মনের ব্যথা।
নারী নিবেদিতা, ইন্দিরা আর (শেখ)হাসিনা ও জাহানারা (ইমাম)
আপন কর্মে চির মহীয়ান অমর হলেন তারা!
মাদার তেরেসা, তারামন বিবি, বিজ্ঞানী ম্যারিকুরি,
সুফিয়া কামাল, ভ্যালেন্তিকা তাঁদের কি আছে জুড়ি?
নারী বনলতা, সুনীলের নীরা প্রেমের প্রদীপ হাতে,
তোমরা পুরুষ রাজা হতে পারো নারী যদি থাকে সাথে!
প্রেরণা’য় নারী শক্তি দায়িনী চির শান্তি’র ধার,
বন্ধনে নারী কল্যানময়ী তুলনা নেই যে তাঁর।
যুগ যুগ ধরে নারী আদর্শ কন্যা, জায়া, জননী
সর্বংসহা বলেই তো নারী আলোকিত অরনী!
ভেবোনাকো নারী ভোগের পণ্য থাকবে অবহেলায়,
তাঁর স্বাধীনতা করবে হরণ? সে যে পাপ,অন্যায়!
এ মহাবিশ্বে নারী ও পুরুষ বিধির শ্রেষ্ঠ দান,
নারী’র মূল্য চাই যথাযথ চাই তাঁর সম্মান!
নারী দিরদিন বিজয় লক্ষী, নারী শিরে উষ্ণীষ,
আপন কর্মে চির জয়ী নারী তোমাদের কুর্নিশ!