আকাশে অনেক মেঘ করেছে
হয়তো বৃষ্টি হবে,
কিন্তু হলো না;
মনের মাঝে অনেক মেঘ জমেছে
ভেবেছিলাম তুমি আসবে,
তুমি এলেনা;
অশান্ত শরীরের কাছে ভেবেছিলাম তোমার মন ছুটে আসবে
তুমি তাও এলেনা
ইট; পাথর; আর লোহা দিয়ে গড়া,
পৃথিবীটা কি একেবারেই প্রাণশূন্য হয়ে গেছে ?
ভেবেছিলাম কেউ না থাকুক তুমি থাকবে
তুমি ছিলে না,
কতদূর যেতে হবে বলো?
আরো কত দূরে হাঁটতে হবে তোমার জন্য ?
তোমার আত্মবিশ্বাস, অহংকার, তোমার আত্মমর্যাদা–
এসবের কোন মূল্য কি তুমি পাওনি আমার কাছ থেকে ?
তবে তুমি কেন এত পরীক্ষা নাও আমার ?
তাকিয়ে দেখো, একটু মাথা তুলে তাকিয়ে দেখো
আমি আজও আছি সেই তোমার।
আমি হতে চাই তোমার আপন
আমি আজও আছি, থাকবো। তোমারই চিরন্তন।