আমার সন্ধ্যা ভালো লাগে
সন্ধ্যা হলে ব্যালকনিতে কফি হাতে এসে দাঁড়াও তুমি। সামনে দাঁড়িয়ে থেকে কত বন্যা বয়ে যায় শিরদাঁড়া দিয়ে
দাঁড়িয়ে থাকি।
রোদ ভালোবেসে ফেলি তোমার চুল শুকানো দেখে
আমার ঈশ্বর ভালো লাগে তোমার ভক্তি করা দেখে
কালো ভালো লাগে তোমার শিশিরচোখের সীমানা দেখে
কবিতা ভালো লাগে হাসিমুখে দাঁড়ালে-
থেমে যাই দূরত্ব দেখে।
বরফের ভাষা শিখি উনুনের আঁচে, এঁকে রাখি বায়ুর মরে যাওয়া।
আবদার গাঢ় হয়ে ওঠে,
বলিনা
বলতে পারিনা।
তোমার এখনও মনে হয় আমার এমনি এমনিই শাড়ি ভালো লাগে!