তুমি আছো, মন বলে তাই,
তোমাকে চাই তোমাকে চাই তোমাকেই শুধু চাই।
ভাবতে পারিনা তুমি কাছে নাই,
তুমি ছাড়া বড়ো একা লাগে তাই-
পরাণের প্রিয় প্রিয়তম তুমি তোমাকে চোখে হারাই।
সাথে রেখে তাই গাড়ি চাপা পড়া,
কানে চেপে ধরে ট্রেনে কাটা পড়া,
প্রাণ হাতে করে রাস্তায় ঘোরা
তোমাকেই তবু চাই
তোমাকে হারানো সেকি যন্ত্রণা সেটা জানে সব্বাই।
বাবা মা কে ধরি কারো পায়ে পড়ি
ছিনতাই নয় চুরি, ধরা পড়ি,
হয় দাও নয় জলে ডুবে মরি
প্রেমাস্পদকে চাই-
ওকে ছাড়া আর বাঁচবো না ভাবি তাই।
জানি তব প্রেমে আছে উদ্বেগ
আসে হতাশা ও আসে বিদ্বেষ,
তব মায়া টানে হই নিরুদ্দেশ
মনে হয় মরে যাই-
তুমি ছাড়া আর অন্য প্রেমিক নাই।
ঘোরাঘুরি নাই মারি না আড্ডা
ঘরকুনো হয়ে শুধু শুয়ে পড়া,
খেলাধূলা গেছে গেছে সব পড়া
মুষড়ে পড়েছি তাই-
মোবাইল ফোন প্রেম ও পূজ্য শুধুই তোমাকে চাই।।