আমাকে নিয়ে খুব চর্চা হয়;
আমি কবি হতে পেরেছি কি পারিনি?
আমিতো বিখ্যাত কোন কবি হতে চাইনি।
আমাকে নিয়ে হয় কথা কাটাকাটি
আমাকে নিয়ে হয় মাথা চাটাচাটি
সুধা সুধায় তারা শুধু প্রশ্ন সুধায়,
কেন লিখি?
কি লিখি?
কিভাবে লিখি?
কিভাবে লিখতে হয়?
আমি বলি; ছাড়তো বাপু,
তোরা সব মহাকবি
আমি না হয় তোদেরই ছায়াছবি
তবুও জীবনের কথা
জীবনে যাহা ঘটে তাহাই লিখে রাখি,
লিখে রাখতে হয়।
তবে কেন সকলে কবি বলছে আমায়?
এ প্রশ্ন করোনা আমায়
কারণ,এ প্রশ্নের উত্তর একমাত্র দেবে সময়।
শালাদের মাথায় মারি ঝাঁটা,
তোদের আছে শিক্ষা-দীক্ষা
আছে চাকরি;আছে পয়সা-কড়ি;আছে অনেক বই
তার কারণ একটাই, তোর আছে টাকা,
আমারতো হবেনা ঐ পথে হাঁটা।
আমার একটাও বই নেই,তাই আমি কবি নই?
শালা হিংসুটে বজ্জাতের দল
তোর পথে তুই হাট না….।
আমি মুখ্য সুখ্য মানুষ; আমি আমার মত লিখবই।
ঐ ব্যাটারপো ব্যাটা। কেন লিখি জানিস?
শোন তবে শোন,
এই আলোর মহাসাজ
এই শিক্ষিত সমাজ, দিয়ে গেছে জ্ঞান
আমার অনাহারের দিনগুলোতে দেয়নি খেতে এক ফোটাও ফ্যান।
দেখি আর লিখি তোদের কাণ্ড
তোরা সব ভণ্ড
করিস সব মিথ্যে ধ্যান
কবি না ছাই;
তোরা সব শয়তান
আমার কবিত্ব নিয়ে প্রশ্ন তুলিশ?
লজ্জা করেনা তোদের?
শিক্ষা আছে আক্কেল নেই যাদের।