তোকে ভালোবাসি বলেই —
শুধুমাত্র সেই কারনেই চলে গেলাম
অনেক অনেক দূরে,
কারন,তোর কোন ক্ষতি হোক সেটা চাইনে।
বড্ড ভালবাসি রে বড্ড ভালবাসি তোকে,
সেই কিশোরী বেলার সন্ধিক্ষণ থেকেই,
তখন কি জানি ছাই, ভালোবাসা কাকে বলে!
তোকে একদিন দেখতে না পেলে মনে উদাসী ভাব,
বুকের মাঝে চিনচিন ব্যাথা টের পেতাম রে।
কাউকে লজ্জায় বলতে পারিনি ,এমনকি তোকেও না।
ছুটে যেতাম দরজার কাছে ,এই বুঝি এলি তুই!
যখন দেখতুম, নাহ্ তুই নোস,হরি গয়লা ,দুধ নিয়ে এসেছে।
প্রতীক্ষার কালবেলা সইতে না পেরে ছুটে যেতাম-
জেঠিমার সাথে মুখোমুখি হতেই একটু চুপসে গেলাম,
এটা সেটা দু- চার কথার ফাঁকেই আমার চোখদুটো তোকেই খুঁজছিল,
একটিবার শুধু একটিবার তোকে দেখার তৃষ্ণায়,
যেমনি,দেখতুম তুই দোতলার বারান্দায় দাঁড়িয়ে মিটিমিটি হাসছিস,অমনি লাল হয়ে উঠতো মুখ।
হকচকিয়ে যেতাম , কি জানি,কিছু কি টের পেয়ে গেলি!
তবু,ধরা পড়েই গেলাম রে জেঠুর চোখে,
ভীষন ধুরন্ধর মানুষ আর ভীষন বদরাগী মানুষ।
আমাকে নিজের ঘরে ডেকে কড়া গলায় জানিয়ে দিলেন,ধিঙ্গিপনা করে যেন তোর গলায় ঝুলতে চেষ্টা না করি , তাহলে,ওকে বিদেশেই পাঠিয়ে দেবো ,
তেলেজলে কি মিশ খায় কখনো,এট বুঝিসনা?
বুকটা ফেটে যাচ্ছিলো,আর চোখে কেউ যেন মরিচ বলে দিয়েছে,
ছুটে পালিয়ে এলাম রে, তুই তো কিছুঁই জানতে পারিসনি।
তোকে ভালোবাসি বলেই কিছুই বলতে পারিনি আজো-