বন্ধ্যা বসুন্ধরার বুক চিরে
ঝরেছিল এক বিন্দু জল ,
তৃষ্ণার্ত শৃগালের দল
ওৎপেতে বসেছিল – ক্ষণিক বিকল দৃষ্টি
বুঝি শেষ হল –
অক্লান্ত পরিশ্রমে আকাশের বুকে
জমে ছিল একখন্ড মেঘ-বড় শাদা,
চাতকের ডানার ঝাপটে
এলোমেলো হারিয়ে গেল
সে এল না –
দিয়ে গেল অনুতাপ , বুক ফাটা রুদ্ধশ্বাস ।
তুলসী তলায় সন্ধ্যাপ্রদীপ জ্বেলে
মনের বাসনাকে ঘুম পাড়ানোর ছলে
অজান্তেই গুনগুনিয়ে ফেল বলে
‘তুমি এলে না-‘
নেমে গেছি বহুদূর তৃষ্ণার তরে
তাই তোমার রক্ত ঝরানো
কোমল হাতের গোলাপ
আর খুঁজি না ;
খুঁজি ন্যাড়া শিমুলের তাজা রক্ত
মিছিল কঙ্কালের মুখে বিন্দু বিন্দু দেওয়ার সাধে।